Skip to Content
Filters

author.name

জীবন কৃষ্ণ বিশ্বাস

জীবন কৃষ্ণ বিশ্বাস পেশায় কৃষিবিজ্ঞানী। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে মহাপরিচালক পর্যন্ত প্রত্যেকটি পদে দায়িত্ব পালন। কৃষিকলেজের (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) স্নাতক। স্নাতকোত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (IRRI) স্কলার হিসেবে PhD প্রাপ্তি সেন্ট্রাল লুজন স্টেট্স ইউনিভার্সিটি (ফিলিপিন্স) এবং IRRI থেকে। জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ে দু'বছরের Post-PhD গবেষণা সম্পাদন। স্পনসর জাপানের ঐতিহ্যবাহী বিজ্ঞান প্রণোদনা প্রতিষ্ঠান JSPS (Japan Society for the Promotion of Science) 1 SEARCA (Southeast Asian Regional Center for Graduate Study and Research in Agriculture) সাবেক ফেলো। উদ্ভিদশারীরতত্ত্ববিদ হিসাবে ৩৩ বছরের বেশি সময় ধরে ধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (BAU, SAU, BSMRAU, PSTU DUET, JU, JSTU, SyAU, BUET) সিন্ডিকেট/সিনেট /বোর্ড অব রিজেন্ট সদস্য/অ্যাডভাইজার/অ্যাডজ্যাঙ্কট ফ্যাকাল্টি মেম্বার ও গ্রাজুয়েট স্কুল প্রতিনিধি। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য। কৃষি গবেষণা ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস এবং জেনারেল বডির সাবেক সদস্য। ১৩ জন মাস্টার্স এবং ৭ জন পিএইচডি ছাত্রের গাইড। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ এবং ওয়ার্কসপে অংশগ্রহণের প্রয়োজনে এক বা একাধিকবার ফিলিপিন্স, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত, জার্মান, রোয়ান্ডা, চীন ও হংকং ভ্রমণ।