Skip to Content
Filters

author.name

জেসমিন চৌধুরী

জেসমিন চৌধুরীর জন্ম ১৯৭১ সালে সিলেটে। স্কুল জীবন সমাপ্ত হতে না হতেই মাত্র আঠারাে বছর বয়সে পারিবারিক ব্যবস্থাপনায় বিলেতে সংসার জীবন শুরু হয় তার। পরবর্তীতে সন্তান পালন ও জীবিকা অর্জনের পাশাপাশি নিজ আগ্রহ ও চেষ্টায় ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্তবয়স্কদের বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শেখানাের প্রাতিষ্ঠানিক যােগ্যতা অর্জন করেন। দীর্ঘদিন লন্ডনে এবং ম্যানচেস্টারে শিক্ষকতা করার। পর বর্তমানে তিনি ম্যানচেস্টারের বিভিন্ন শহরে বাংলাদেশি কমিউনিটির জন্য ফ্রি-ল্যান্স দো-ভাষী হিসেবে কাজ করছেন। এছাড়াও বিলেতের নাট্যজগতের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থেকে বিলেতের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করছেন তিনি। ২০১৬ সালে লন্ডনে অনুষ্ঠিত এ সিজন অব বাংলা ডামা' নামক নাট্যোৎসবে মঞ্চায়িত তার প্রথম নাটক ‘মায়াজ হানিমুনস’ ব্যাপকভাবে দর্শক-নন্দিত হয়েছে। ছােটবেলা থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও প্রকাশিত লেখার জগতে জেসমিন চৌধুরীর পদচারণা শুরু হয়েছে মাত্র বছর দুয়েক আগে। তার প্রকাশিত দুটি বইই (নিষিদ্ধ দিনলিপি-২০১৭ এবং একজন। মায়া অজস্র মধুচন্দ্রিমা-২০১৮) পাঠকের, বিশেষ করে নিগহিত নারীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

Books by the Author