জোহরা গাজী
জোহরা গাজী জন্ম : ১৯ অক্টোবর ১৯৫৩, নোয়াখালীর এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। বাবার নাম বেলায়েত হোসেন এবং মাতার নাম রাবেয়া হোসেন। শিক্ষাজীবন : পড়াশোনা করেছেন কুমিল্লার ফয়জুন্নেসা স্কুল এবং কুমিল্লা মহিলা কলেজে। তৎকালীন পূর্ব-পাকিস্তান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তুখোড় অ্যাথলেট ছিলেন। ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রজন গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক সময়ের খ্যাতিমান এই উপস্থাপিকা উপস্থাপনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছা, আমন্ত্রণ, বৈঠক এবং সিনেমা অনুষ্ঠানে। এ ছাড়াও একাধিকবার উপস্থাপনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। দুই সন্তানের জননী জোহরা গাজী। পুত্র সরফরাজ মেহেদী আনোয়ার (উপল) ও কন্যা দিঠি আনোয়ার। জোহরা গাজী প্রযোজনা করেছেন চল্লিশটির অধিক ব্যবসা সফল চলচ্চিত্র।