Skip to Content
Filters

author.name

জোহরা রূবী

জোহরা রূবী জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। জীবন ও প্রকৃতির মাঝেই তিনি নিজেকে খুঁজে পান। স্মৃতির রাজ্যে হারিয়ে যাওয়ার প্রবণতা তুমুল। অনুভবে ধরা দেয় জাগতিক জীবনের এপিঠ ওপিঠ। বহমান জীবনের প্রতিটি বিষয় তার হৃদয়ে নানাভাবে নাড়া দেয়। তারই প্রতিচ্ছবি তুলে ধরেন শব্দের মালা গেঁথে । "পূর্ণিমার জলছাপ' তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ। প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম- অসীমতা ছোঁবই আমি (২০১৯), নেপথ্যের সুরগুলি (২০২০)। কর্মজীবনে তিনি একজন শিক্ষিকা। ব্যক্তিগত জীবনে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং লেখালেখির কাজে ব্যস্ত থাকতে ভালবাসেন।

Books by the Author