ঝুনু শামসুন নাহার
ডা. ঝুনু শামসুন নাহার একজন প্রখ্যাত মনােরােগ বিশেষজ্ঞ। সেইসাথে একজন গবেষক ও মনােরােগবিদ্যার জনপ্রিয় শিক্ষক। তিনি নিয়মিতভাবে মানসিক রােগের ওপরে সচেতনতামূলক লেখালেখি করেন এবং টক শাে ও ওয়েবিনারে মনােরােগের ওপরে গঠনমূলক আলােচনা ও মনােবিশ্লেষণ করেন। ডা. নাহারের প্রথম বই সাইকিয়াট্রিস্টের খেরােখাতা থেকে বাঙ্গালা গবেষণা থেকে ২০২১ সালের ফ্রেব্রুয়ারী মাসে প্রকাশিত হয়। বইটি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে।