ড. আ.ন.ম. এহছানুল মালিকী
ড. আ.ন.ম. এহছানুল মালিকী জন্ম ঢাকার মুগদাপাড়ায়। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি 'বাংলাদেশ প্রতিবেদনের' একজন সিনিয়র সাংবাদিক। এ ছাড়াও এহছানুল মালিকী দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লিখছেন। প্রকাশিত উপন্যাস ভালোবাসার পাঞ্চক্লিপ। ছোটোগল্প শক্তমাংস, ছায়াশত্রু, গরম ভাত। শিশুতোষ গল্প : চকলেট আংকেল প্রবন্ধ : ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের সংক্ষিপ্ত পরিচিতি।