Skip to Content
Filters

author.name

ড. আব্দুর রহিম

মােঃ আবদুর রহিম। জন্ম : ২০ মার্চ ১৯৬৪ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রানীদিয়া গ্রামে। চাকরি জীবন : ১৯৯১ সনে কুমিল্লা জিলা স্কুলে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু। ২০০৬ সনে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি। ২০১৪ সনে সাবেরা সােবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় বদলি (বর্তমান কর্মস্থল)।। প্রকাশিত গ্রন্থ । কবিতাগ্রন্থ : সভ্যতার বিলাপ’ একুশে গ্রন্থমেলা ২০২০। গল্পগ্রন্থ : ‘মনের বনে ফুল ফুটেছে' একুশে গ্রন্থমেলা ২০২০। একুশে গ্রন্থমেলা ২০১৮ তে লেখকের ‘Pleasure in Education' নামে একটি ইংরেজি বই প্রকাশিত হয়। বিদেশ গমন : ২০১২ সনে বৃটিশ কাউন্সিল পরিচালিত কানেকটিং ক্লাসরুম প্রজেক্টের অধীনে ইংল্যান্ডের সাউথ ডারবিশায়ার গমন।