ড. আমিনুল ইসলাম
অধ্যাপক আমিনুল ইসলাম ১৯৪৩ খ্রিস্টাব্দে কুমিল্লা শহর সংলগ্ন জামবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ খ্রিস্টাব্দে বি. এ. অনার্স এবং ১৯৬৪ খ্রিস্টাব্দে এম. এ. ডিগ্রী লাভ করেন এবং উভয় পরীক্ষায়ই প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেন। কলা অনুষদের সকল বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে অনার্স ও সাবসিডিয়ারি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি নীলকান্ত সরকার স্বর্ণপদক লাভ করেন। ১৯৭৩ খ্রিস্টাব্দে তিনি ব্রিটেনের সেন্ট এন্ড্রুজ বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ. ডি. ডিগ্রী লাভ। করেন। ড. ইসলাম ১৯৬৫ খ্রিস্টাব্দের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে। যােগদান করেন এবং ১৯৮২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রফেসর পদে অধিষ্ঠিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, কলা। অনুষদের ডীন, সূর্যসেন হলের প্রভােস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ দর্শন সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ-এর সহসভাপতি এবং বাংলাদেশ দর্শন সমিতির সভাপতি