Skip to Content
Filters

author.name

ড. আহমদ আল কবির

ড. আহমদ আল কবির জন্ম ৩ মে ১৯৫২, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে। পিতা ডা. তােফাজ্জল আলী, মা রহিমা খানম। শিক্ষা : অর্থনীতিতে স্নাতকোত্তর, পিএইচ.ডি । ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র সংগঠনে যুক্ত হয়ে নানা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন। তাঁর জীবনে সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধে সম্পৃক্ততা, তিনি রণাঙ্গনের সৈনিক, গর্বিত মুক্তিযােদ্ধা। কর্মজীবনে সফল এই ব্যক্তিত্ব বর্তমানে রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ড. কবির দেশের অন্যতম বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিক-এর প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপােষক। বহুসংখ্যক স্কুল, কলেজ প্রতিষ্ঠাতা কবির ব্যবস্থাপনা, পরিকল্পনা, মূল্যায়ন বিষয়ে বিশেষজ্ঞ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। মুক্তচিন্তার অধিকারী কবির অবসরে লেখালেখি করেন। কাজের স্বীকৃতি হিসাবে দেশ-বিদেশে নানা সম্মাননা ও পদক পেয়েছেন। ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের জনক ড. কবিরের স্ত্রী মমতাজ শামীম ইডেন মহিলা কলেজে অধ্যাপনা করেন।