ড. এ এইচ খান
ড. এ এইচ খান তিনি চাঁদপুর জেলার মতলব থানার পাঁচ ঘড়িয়া গ্রামে ১৯৭৬ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন । ‘ফাদার অব দ্য নেশন' তাঁর রচিত অনবদ্য একটি ঐতিহাসিক উপন্যাস। গ্রন্থটি বঙ্গবন্ধুর কর্মময় জীবনরাজনীতি ও মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রচিত । গ্রন্থটি ২০০৫ সালে প্রথম প্রকাশিত হয়। ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি গ্রন্থটির ২য় সংস্করণের প্রকাশনা উৎসবের রাতে তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করেন তৎকালীন সরকার । গ্রন্থটি অবলম্বনে যাত্রাপালা বাংলার মহানায়ক' মঞ্চস্থ হচ্ছে এবং চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া চলছে। অসংখ্য উপন্যাস, প্রবন্ধ ছাড়াও তিনি বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ ১ম-৪র্থ খণ্ড সংকলন, শেখ হাসিনার সকল রচনার সংকলন ‘স্মৃতি বড় মধুর স্মৃতি বড় বেদনার’, বঙ্গবন্ধু রচিত ‘মুজিবুরের রচনা সংগ্রহসহ অসংখ্য গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেন। তিনি প্রতিবছর ঢাকার সােহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত জাতীয় বিজয় মেলা’ ও বাউল মেলার প্রবর্তক। তিনি ফাউন্ডেশন অব বাংলাদেশ কালচারাল ফোরাম'-এর প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষক সংসদ' এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গ্রিন ইউনিভার্সিটির ফিল, টেলিভিশন এ- ডিজিটাল মিডিয়া বিভাগ’এর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।