Skip to Content
Filters

author.name

ড. নিবেদিতা দাশ পুরকায়স্থ

ড. নিবেদিতা দাশ পুরকায়স্থ জন্ম : ৫ আগস্ট, শনিবার, ১৯৫০ সালে সিলেটের বিয়ানীবাজার পঞ্চখণ্ড পরগনার লাউতা গ্রামের এক সংস্কৃতিমনা সময় সচেতন সম্রান্ত পরিবারে ।। পিতা : প্রয়াত বিরজা মােহন দাশপুরকায়স্থ, এডভােকেট; মা : প্রয়াত উষা দাশপুরকায়স্থ শিক্ষা : বিএসসি, এম.এড, পি.এইচ-ডি । লেখালেখিতে সম্পৃক্ত বহুদিন ধরে। প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক আজাদী'তে। এইচএসসি পড়াকালীন সময়ে ১৯৬৭ সালে ২১ ফেব্রুয়ারি নিয়ে কবিতা লেখার অপরাধে সিলেট মুরারীচাদ কলেজ থেকে বহিষ্কৃত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি চেলা মহিলা মুক্তিফৌজের সাধারণ সম্পাদিকা ছিলেন। তিনি গণ উন্নয়ন গ্রন্থাগার, বাংলা একাডেমী ও এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশের জীবন সদস্য। তিনি পাক্ষিক ‘চিহ্ন নামক একটি পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। পুরষ্কার : ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রদত্ত মােখলেসুর রহমান স্মৃতিপদক।