Skip to Content
Filters

author.name

ড. নূর জাহান সরকার

প্রফেসর ড. নূর জাহান সরকার (জন্ম ১৯৪৮, ঝালকাঠী) ঝালকাঠী হরচ্চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস.এস.সি (১৯৬৫) ১ম বিভাগে পাশ করেন। তিনি ঢাকায় কলেজ শিক্ষা (গভর্নমেনস্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, বর্তমান বদরুননেসা কলেজ এবং ইডেন কলেজ) সমাপন করে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১ম শ্রেনিতে এম.এসসি ডিগ্রী লাভ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ দু’বছর প্রাণিবিদ্যা বিভাগে রিসার্চ ফেলাে হিসাবে গবেষণারত থাকার পর ১৯৭৫ সালে উক্ত বিভাগে লেকচারার পদে যােগদান করেন। ১৯৮০ সালে সহকারি অধ্যাপক, ১৯৮৬ সালে সহযােগি এবং ১৯৯৩ এর জানুয়ারিতে অধ্যাপক পদ প্রাপ্ত হন। বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতি তাঁকে ১৯৯৩ সালে শ্রেষ্ঠ মহিলা বিজ্ঞানীর মর্যাদায় স্বর্ণপদক প্রদান করে। ঢাক বিশ্ববিদ্যালয়ে তিনি বন্যপ্রাণির ওপর গবেষণা কাজ শুরু করেন এম.এসসির ছাত্রাবস্থা থেকে এবং অধ্যাবধি পরিবেশ ও বন্যপ্রাণি বিষয়ক গবেষণা চালিয়ে যাচ্ছেন। দেশী-বিদেশী জার্নালে তার প্রায় ৫০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণির ওপর তার প্রায় ১০০টি প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। বন্যপ্রাণির ওপর তার একটি বই আছে। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পরিবেশ ও বন্যপ্রাণি বিষয়ক প্রােগ্রাম করে আসছেন এবং জাতীয় বিতর্ক প্রতিযােগিতায় সভাপতি ও বিচারকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মহিলা বিজ্ঞানী সমিতির সভাপতি এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও বাংলাদেশ বন্যপ্রাণিতত্ত্ব সমিতির সহ-সভাপতি। প্রফেসর নূর জাহান সরকার এক পুত্র ও এক কন্যার জননী।