ড. মল্রিকা বিশ্বাস
কবি ডা. মল্লিকা বিশ্বাস টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৯০ সালে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে তল্কালীন সােভিয়েত ইউনিয়ন থেকে রেডিওলজি ও ইমেজিং এ পােস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে দেশে ফিরে আসেন। তিনি পেশায় সনােলজিস্ট এবং ক্লিনিক্যাল আল্টাসনােগ্রাফির শিক্ষক। তিনি ২০২০ সালে রয়েল কলেজ অব ফিজিসিয়ান্স অব। এডিনবার্গ থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন। ডা, মল্লিকা বিশ্বাস বাংলাদেশ সােসাইটি অফ আল্টাসনােগ্রাফি, কুমিল্লার সভাপতি। তিনি হৃদরােগ প্রতিরােধ, চিকিৎসা, পুর্ণবাসন ও গবেষণামূলক প্রতিষ্ঠান হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা, বাংলাদেশ এর সহ-সভাপতি। ইনার হুইল ক্লাব অব কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান রােটারি ইন্টারন্যাশনাল থেকে পলহ্যারিস ফেলাে (পি.এইচ.এফ) সম্মানে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি একজন সফল চিকিৎসক হিসেবে ছায়ানীড় এর গুণিজন সম্মাননা পেয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি। রবীন্দ্র সাহিত্য ও সংগীতবিষয়ক তাঁর লেখা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। এর আগে তার চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি দেশ বিদেশের অনেক জায়গা ঘুরে দেখেছেন। চলার পথের চিরসাথী হলেন কবি ও হৃদরােগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তপ্তীশ চন্দ্র ঘােষ। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী।।