ড. মহসিন আলী
ড. মহসিন আলী বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী বাংলাদেশ ও আমেরিকার দেশপ্রেমিক সন্তান। জন্ম ১৯৫২ সাল বাংলাদেশের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপুর নামক প্রত্যন্ত গ্রামে। ড. মহসিন আলী লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিস থেকে বেঁচে যাওয়া একজন সৈনিক। তিনি গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ও কিডনির ক্ষতির চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত ২০২১ সালের নভেম্বরে লিভার এবং কিডনি প্রতিস্থাপন করেছিলেন। তাঁর শিক্ষা: ১৯৮৬ সালে ১০ম শ্রেণী ১৯৭০ সালে ১২ম শ্রেণী এবং ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, ১৯৮১ সালে এল এল বি'তে স্নাতক ও ঢাকা থেকে ১৯৮২ সালে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পারি জমান। তিনি নিউ ইয়র্ক স্টেট থেকে একজন লাইসেন্সপ্রাপ্ত মাস্টার সোশ্যাল ওয়ার্কার এবং ডক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামে ভর্তি হন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি এর হান্টার কলেজ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক-এ। তিনি ১৯৯৬ সালে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে ১৯৭২ সালে গনমিলন (পিপলস ইউনিয়ন) নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। বর্তমানে মহসিন আলী নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর রিহ্যাবিলিটেশন ইনকর্পোরেটেডও প্রতিষ্ঠা করেন এবং বিশেষ শিক্ষা, কাউন্সেলিংসহ সমস্ত প্রয়োজনীয় থেরাপি পরিষেবার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিসেবা প্রদান করেন। বিশেষ শিশু এবং তাদের পরিবারকে সাইকোথেরাপি এবং অন্যান্য সহায়তা করছেন। জাতির পিতা ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর মহসিন আলী সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহসিন আলীকে গ্রেফতার করে ২৬ মাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ১৯৭৭ সালের ডিসেম্বরে জেল থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালের মার্চ থেকে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন।