Skip to Content
Filters

author.name

ড. মাসুম আহ্‌মেদ পাটওয়ারী

ড. মাসুম আহ্‌মেদ পাটওয়ারী জন্ম, বেড়ে উঠা এবং স্বপ্ন দেখার শুরু কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল এবং ভিক্টোরিয়া কলেজ হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি ইংল্যান্ড এর টিসাইড ইউনিভার্সিটির স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে পিএইচ.ডি অর্জন করেন। একই স্কুলে এনভায়রনমেন্টাল সাইন্স এবং রিসার্চ মেথডোলোজি বিষয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণায় নিয়োজিত হন। সরকারি, এনজিও, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, গবেষণায় অতিবাহিত মাসুম আহ্মেদ পাটওয়ারী’র কর্মময় জীবন। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্যরে আধুনিক ব্যবস্থাপনায় রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। তার লেখা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের নামকরা প্রথম সারির জার্নালে। তিনি বর্তমানে কাজ করছেন ক্যালিফোর্নিয়া স্টেইট গভর্মেন্ট-এর পরিবহন বিভাগে, পরিবেশ পরিকল্পনাবিদ হিসেবে। মাসুম আহ্মেদ পাটওয়ারী পেশাদার লেখক নন। তবে বৈচিত্র্যময় কর্মজীবন এবং গবেষণার ধারাবাহিকতায় গবেষণা করেন মানবজীবনের বিভিন্ন বিষয় নিয়ে। নিজ আগ্রহে গবেষণার প্রাপ্ত ফল বিশ্লেষণ করে গল্পের মতো করে উপস্থাপন করে লেখা তার বিশেষ বৈশিষ্ট্য। তার প্রকাশিত প্রত্যেকটি বই একেকটি নির্দিষ্ট গবেষণা-গল্প। ‘সম্মান আমাকেই আমি’ বইটি মাসুম আহ্মেদ পাটওয়ারী’র পঞ্চম প্রকাশিত গবেষণা-গল্প। তার অন্য প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- বার্ধক্যে বসবাস, একাত্তরের জিম্মি, প্রচ্ছন্ন কৈশোর, স্বপ্নকথা ।