ড. মাহবুবা আক্তার
অধ্যাপক ড. মাহবুবা আক্তার জন্ম ১৯৬৮ সালের ১ সেপ্টেম্বর, নাটোর জেলায়। বাবা ইঞ্জিনিয়ার মজিবর রহমান এবং মা তাসলিমা রহমানের প্রথম সন্তান তিনি। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে কুড়িয়েছেন বিচিত্র অভিজ্ঞতা। বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে একা একাই পথ চলতে শিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীসময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা (মৎস্য শাখা) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সরকারি বাঙলা কলেজে কর্মরত। স্বামী মো. মঞ্জুর কাদির অবসরপ্রাপ্ত যুগ্মসচিব। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। বড় ছেলে নাসিফ মাহবুব, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ছোট ছেলে মুকিত মাহদীন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুরে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জীবন চলার পথে নানান অসংগতি ও বিড়ম্বনা তাঁকে নিরন্তর ব্যথিত করে। বর্তমান পরিস্থিতির অস্থিরতায় কিছুটা প্রশান্তির খোঁজে অক্লান্ত পরিশ্রম রয়েছে এই কাব্যগ্রন্থে। আশা রাখি, পাঠকবৃন্দ তাঁর লেখা কবিতাগুচ্ছ পড়ে অনুপ্রাণিত হবেন। তাঁর রচিত প্রথম উপন্যাস 'রংধনু ছোঁয়া মেঘ'।