Skip to Content
Filters

author.name

ড. মো. মনোয়ার হোসেন

ড. মাে. মনােয়ার হােসেন এর জন্ম ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ১৯৭৮ সালের ১ জানুয়ারি। তাঁর মাতা রােকেয়া বেগম, পিতা আলহাজ্ব মাে. জুলফিকার আলী। তিনি ১৯৯২ সালে কুঠি দূর্গাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে ঝিনাইদহ সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে স্নাতক (সম্মান) এবং ২০০১ সালে এমএ পাস করেন। লেখক ২০১০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘শামসুদ্দীন আহমদের জীবন ও সাহিত্য' শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে এমফিল ডিগ্রি লাভ করেন। এছাড়া উক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে গত ২০.০৮.২০১৭ ইং তারিখে ড. নীলিমা ইব্রাহিমের সাহিত্যসাধনা শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি পরীক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড যশাের। বর্তমানে। তিনি কোটচাদপুর জিটি ডিগ্রি কলেজের বাংলা বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত। এই গ্রন্থটি তাঁর পিএইচডি অভিসন্দর্ভের পরিমার্জিত রূপ। অধ্যয়ন, অধ্যাপনা আর লেখালেখিই তাঁর রচিত গ্রন্থসমূহ: সকলের জন্য সাধারণ জ্ঞান, শামসুদ্দীন আহমদের জীবন ও সাহিত্য এবং ভ, নীলিমা ইব্রাহিমের সাহিত্যসাধনা। এছাড়া সকলের জন্য Word Book, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য অভিনব নির্মিত (বাংলা দ্বিতীয় পত্র) নামে দুইটি বই প্রকাশের পথে।