ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া
ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া ১৯৭৯ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার হাটিলা গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে মেক্সট স্কলারশিপের অধীনে মাইক্রোবায়োলজি বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি করেন। তিনি ভারতের এফআরআই এ ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন এবং যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি ও সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয় থেকে দুটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। ড. ভূঁইয়া আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন, যেমন প্যাসিফিকেম অর্গানাইজেশন থেকে সেরা তরুণ বিজ্ঞানী পুরস্কার এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অ্যাওয়ার্ড। তার গবেষণা জীবাণুর নতুন প্রতিরোধ ব্যবস্থা এবং অ্যান্টিবায়োটিক আবিষ্কারে বিশেষ অবদান রেখেছে। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণার ফল উপস্থাপন করেছেন এবং তার উদ্ভাবনী গবেষণা প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি বাংলা ভাষায় দুটি উপন্যাস পারফিউম এবং বিজ্ঞানী লিখেছেন। ড. ভূঁইয়া দুটি বৈজ্ঞানিক গ্রন্থ এবং বহু গবেষণা প্রবন্ধ, প্রসেস ও পেটেন্ট করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন ।