ড. শাহানাজ আরমিন মঈন
ড. শাহানাজ আরমিন মঈন ইংল্যান্ডের বার্মিংহাম এডুকেশন ডিপার্টমেন্টের স্কলারশিপে ১৯৯৩ সালে PGCE কোর্স সমাপ্ত করেন। লন্ডনের ক্যামডেন এডুকেশন ডিপার্টমেন্টে এডুকেশন অ্যাডভাইজার হিসেবে যোগদান করেন এবং অসামান্য সাফল্যের সাথে একটানা ১২ বছর কাজ করেন। ১৯৯৯ সালে লন্ডনের Herrow Teachers Training Institute & University থেকে অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেম-এর ওপর সার্টিফিকেট লাভ করেন। GKRB towering personality হিসেবে তাঁকে ইউকের বিভিন্ন শহরের শিক্ষা বিভাগ থেকে বক্তা হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। ২০০০ সালে লন্ডনে নিজের শিক্ষা বিভাগ থেকে তিনি "Raising Educational Achievements of Ethnic Minority" বিষয়ে রিসার্চ-এর জন্য স্কলারশিপ লাভ করেন। ২০০৩ সালে তিনি University of London থেকে PhD ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৮২ সালে মাস্টার্স সমাপ্ত করেন। ১৯৭৫ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। 'এক নক্ষত্রের যাতনা' তাঁর চতুর্থ উপন্যাস এবং পঞ্চম প্রকাশিত বই। বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর সমান প্রিয় এবং নিজেও এই দুটি ভাষাতেই লিখে থাকেন। গত ১০ বছর তিনি ফ্রিল্যান্সার হিসেবে, বিশেষত 'এডুকেশনাল প্রপজাল রাইটার' অ্যান্ড কনসালটেন্টের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে লেখালেখির কাজে সময় দিচেছন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছেন তিনি। ব্যক্তিগত জীবনে অত্যন্ত কৃতি দুই পুত্রসন্তানের জননী এবং ইংল্যান্ডে অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ (ইকোনমিস্ট) ইকবাল মঈন-এর সহধর্মিণী। এ পর্যন্ত তিনি ২৫টির অধিক দেশ ভ্রমণ করেছেন।