Skip to Content
Filters

author.name

ড. সিকদার নাজমুল হক

ড. সিকদার নাজমুল হক শিশুসাহিত্য নিয়ে কাজ করেন। লেখেন কিশােরকবিতা ও ছড়া চিকিৎসাবিজ্ঞান নিয়েও তার লেখালেখি। অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন দু’বার, প্রথমবার ‘জোছনা রাতে একা'। কিশােরকবিতা গ্রন্থের জন্য, আরেকবার ‘চিকিৎসাবিজ্ঞানের মজার বিষয়' গ্রন্থের জন্য। জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৬৬, মুন্সীগঞ্জের বালিগাঁও গ্রামে, তবে পূর্বপুরুষের ভিটা গজারিয়ার আলীপুরায়। পেশায় ডেন্টাল সার্জন। ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী ও জাপানের তােহােকু বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল ডেন্টাল সায়েন্স বিষয়ে পিএইচডি জাপানের একই বিশ্ববিদ্যালয় থেকে পােস্টডক্টরেট করেছেন। স্নাতকোত্তর প্রশিক্ষণ নিয়েছেন নিউজিল্যান্ডের ওটাগাে বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টি থেকে। বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎসক হিসেবে দেশে বিভিন্ন সরকারী হাসপাতালে কর্মরত ছিলেন, শিক্ষকতা করেছেন ডেন্টাল কলেজে। বর্তমানে, সৌদি আরবের একটি সরকারী হাসপাতালে কর্মরত।