ডা. জয়ন্ত ভট্টাচার্য
ডা. জয়ন্ত ভট্টাচার্য মেডিক্যাল কলেজের স্নাতক। পরবর্তীতে হিস্ট্রি অফ মেডিসিন নিয়ে পিএইচডি করেছেন। ইন্ডিয়ান ন্যাশনাল সায়ান্স অ্যাকাডেমির প্রাক্তন রিসার্চ অ্যাসোসিয়েট। Bulletin of the WHO, ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল এথিকস এবং সোশ্যাল হিস্ট্রি অফ মেডিসিন সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালের রিভিউয়ার। প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা প্রায় ৫০টি। বাংলায় প্রকাশিত বই ৬টি। জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী এবং গবেষক।