ডা. জাহিদ মনজুর
ডা. জাহিদ মনজুর ১৯৫৪ খ্রিস্টাব্দের ৪ঠা মে ঢাকায় জন্ম গ্রহণ করেন। পৈত্রিক নিবাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্গত উত্তর কাট্টলী ওয়ার্ডের মুন্সিপাড়ায়, মাতুলালয় ময়মনসিংহে, বর্তমান কিশােরগঞ্জের কুলিয়ারচরে। তাঁর পিতা মরহুম চৌধুরী সিরাজ উদ্দীন মুক্তিযুদ্ধের একজন শহীদ। তাঁর মাতার নাম মরহুম বেগম শাফিয়া দীন। স্ত্রী মাসুমা শাহনাজ। এক সন্তান নভ মনজুর। পাঁচ ভাই এক বােনের মধ্যে চতুর্থ। লেখাপড়ায় তাঁর হাতেখড়ি হয় যশােরের সেক্রেড হার্ট (মিশন) স্কুলে। পরে তিনি খণ্ডকালে যশাের জিলা স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে লেখাপড়া করেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ঢাকা ওয়েস্ট এণ্ড হাই স্কুল থেকে ১৯৭০ খ্রিস্টাব্দে। ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পাশ করেন চট্টগ্রামের সিটি কলেজ থেকে। ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। ২০০৪ সালে। প্রয়ােজনীয় প্রশিক্ষণের পর তিনি মেডিক্যাল অফিসার জরুরি প্রসূতিসেবা হিসাবে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা দানে ব্রতী হন। এরপর ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাধারে পাঁচবার, জরুরি প্রসূতিসেবা বিষয়ে শ্রেষ্ঠ বিভাগীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত হয়। ২০১১ সালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফটিকছড়ি, চট্টগ্রাম পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। ২০১৩ সালের বই মেলায় প্রথমা প্রকাশন থেকে অধ্যাপক সাহানারা চৌধুরীর সাথে যৌথ লেখনীতে তাদের প্রসূতি ও প্রসব’ বইখানি প্রকাশিত হয়। বর্তমানে তিনি প্রাইভেট প্র্যাকটিস ও লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। তিনি বিজ্ঞানমনস্ক, মুক্তচিন্তার অনুসারী, সংস্কৃতিমনা এবং রবিন্দ্রভক্ত।