Skip to Content
Filters

author.name

ডা. মো: ফরিদ উজ জামান খান

ডা. মাে. ফরিদ-উজ-জামান খান পেশায় চিকিৎসক। পিতা : মরহুম কুদ্রত আলী খান, মাতা : মিসেস ফেরদৌসন্নেসা। যমুনার গর্ভে বিলীন শৈশব ও কৈশােরের চারণভূমি। গ্রাম ও ডাকঘর: অর্জুনা উপজেলা : ভুয়াপুর, জেলা : টাঙ্গাইল । জন্ম ১৬ এপ্রিল ১৯৫৭।। বাবার হাতেই প্রথম হাতে খড়ি, অক্ষর পরিচয়। তৃতীয় শ্রেণীতে থাকাকালীন বাবা হাতে তুলে দেন প্রথম গল্পের বই। সেই থেকে শুরু। খুলে যায় এক নতুন জগতের দ্বার। বুকের মাঝে জন্ম নেয় এক নতুন তৃষ্ণা, বই পড়ার নেশা। বাবা বলতেন, বইকে আঁকড়ে ধরাে, সে কোনদিন তােমায় ছেড়ে যাবেনা। ইচ্ছে ছিলাে সাহিত্য চর্চাই হবে জীবনের ব্রত। সমসাময়িক বাংলা সাহিত্যে ছিলাে সচ্ছন্দ বিচরণ। কিন্তু যমুনার ভাঙন, পিতার অকাল প্রয়াণ এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়ায়। প্রখ্যাত জ্ঞান তাপস প্রিন্সিপাল ইবরাহিম খাঁ প্রতিষ্ঠিত ভুয়াপুর স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম.বি.বি এস ডিগ্রি লাভ করেন। একসময় বাম রাজনীতির কট্টর সমর্থক চাকরি জীবনেও নিজেকে মেলে ধরেন সাধারণ মানুষের মাঝে। গ্রামের বঞ্চিত মানুষের মাঝেই কাটিয়ে দেন জীবনের শ্রেষ্ঠ সময়। ছাত্র জীবনে নিয়মিত লেখালেখির অভ্যাস থাকলেও মাঝখানে দীর্ঘ বিরতি। সবগুলাে লেখাই সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে পাঠক নন্দিত হয়েছে। শেষ বিকেলের লেখা হলেও গ্রন্থটি সুখপাঠ্য হবে বলে আশাবাদী। লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থ: সাদা কষ্ট। (কাব্য), জীবন তৃষ্ণা (কাব্য), অদিতি তাের জন্য (কাব্য), না মানুষ না প্রেমিক (কাব্য), কাক জোছনায় মুখােমুখি (কাব্য), জয়া বৌদি ও একটি রক্ত করবী (গল্প), রূপা (উপন্যাস), ঝরা পাতাগাে আমি তােমারই দলে (উপন্যাস), দহনবেলা (উপন্যাস)