Skip to Content
Filters

author.name

ডা. মোহাম্মদ সারোয়ার হোসেন

ডা. মোহাম্মদ সারোয়ার হোসেন ব্রহ্মপুত্র নদের পাড়ের সন্তান ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন। এই নদের অববাহিকায় গফরগাঁও উপজেলার জব্বারনগরের ভাষা শহিদ 'জব্বার'র মতোই স্বাধীনতার চেতনা নিয়ে মাঘ মাসে জন্ম নিয়েছিল এই দুর্দান্ত সাহসী আর দেশপ্রেমি ছেলেটি। ছেলেবেলায় হেডমাস্টার দাদার হাত ধরে নদের পাড়ে আর তালপুকুরে ঘুরে ঘুরে বকের সাদা পালকে বুনেছিল স্বপ্ন, চিকিৎসক হয়ে মানবসেবার। স্বপ্নটাকে ছোট্ট মনে প্রথিত করেছিলেন দাদা আব্দুল বারি মাস্টার। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর বি.সি.এস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে এখন একজন তুখোড় সরকারি কর্মকর্তা। সাংঘাতিক ভালো ছক্কা পেটানোর হাত ছিল তার। একদিন বাস্তবতার হাতছানিতে ক্রিকেটের ব্যাট ছেড়ে হাতে তুলে নিতে হয়েছিল স্টেথেস্কোপ। বঙ্গবন্ধুর আদর্শে পথ চলতে আর বাংলার মানুষকে বঙ্গবন্ধুর আদর্শে সুপ্রতিষ্ঠিত হতে দেখার স্বপ্ন দেখেন। অসম্ভব বৃক্ষপ্রেমী এই যুবকের সঞ্চয় বলতে গাছ। আর 'বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা: শেখ হাসিনার অবদান' পুস্তকাকারে প্রকাশিত হলে জীবনে সংযোজিত হবে একটি শ্রেষ্ঠ সম্পদ। সহধর্মিণী আক্তার নাফিন খান পেশায় চিকিৎসক । একমাত্র মেয়ে সেীশ সারোয়ার (মৃন্ময়ী) তার জীবনের একমাত্র সঞ্জীবনী সুধার উৎস।