Skip to Content
Filters

author.name

ডা: সুকুমার সুর রায়

ডাঃ সুকুমার সুর রায়, বাংলা ১৩৬৫ সালের ২১শে আষাঢ় [১৯৫৮ সালের ৫ জুলাই] সিরাজগঞ্জ জেলার হােড়গাতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা চিত্তরঞ্জন সুর রায়, মা অরুণ বালা। গ্রামের স্কুলে প্রাইমারি শিক্ষা শেষেই তিনি গ্রাম ছাড়েন। হরিণা বাগবাটি হাইস্কুল থেকে ১৯৭৪ সালে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ১৯৭৬ সালে। রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। অষ্টম বিসিএসের মাধ্যমে তিনি স্বাস্থ্য ক্যাডার সার্ভিসে যােগদান করেন। দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ছিলেন। সর্বশেষে ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর হতে সহকারী পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তার লেখার বিষয়বস্তু ফেলে আসা গ্রাম, ভিটেমাটি, নদী-জল ও সেখানকার মানুষ। শৈশবকালীন গ্রামীণ জীবনের স্মৃতিকথা তাঁর লেখার মূল উপজীব্য। মৃত্তিকার ঘ্রাণ লেখকের প্রথম ছােট গল্পগ্রন্থ।