ডাঃ লুৎফুন নাহার
ডাঃ লুৎফুন নাহার সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজে পড়া শেষে ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮১ সালে এমবিবিএস পাশ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে স্বাস্থ্য ক্যাডারে যােগদান করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি দীর্ঘ ৫-বছর জাপানের নাগােয়া শহরে অবস্থান করেন। নাগােয়া ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ১৯৮৯ সালে চর্মরােগ বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করে এ বিষয়ে তিনি বাংলাদেশের প্রথম মহিলা বিশেষজ্ঞ হওয়ার গৌরব অর্জন করেন। জাপানী ভাষায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৮ সালে জাপানী বক্তৃতা প্রতিযােগীতায় চাম্পিয়ন হন। ডাঃ নাহার তার সহজাত আন্তরিক ব্যবহার দিয়ে জাপানীদের সাথে মিলেমিশে তাঁদের মন জয় করতে পেরেছিলেন। ২০০৮ সালে তিনি থাইল্যান্ডের মাহিদুল বিশ্ববিদ্যালয় থেকে ডার্মাটোলজিক লেজার ও, কসমেটিক সার্জারীতে ফেলােশীপ গ্রহণ করেন। তিনি বিশিষ্টদাতা হিসাবে আঞ্জুমান মফিদুল ইসলামের আজীবন সদস্য ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচিত সদস্য। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি নিকেতনে নিজ বাড়িতে ‘আলােকন পাঠশালা’ পরিচালনা করেন। তাঁর স্বামী ডাঃ মােঃ মিজানুর রহমান একজন শিশুরােগ বিষেশজ্ঞ। তাদের মেয়ে ও জামাতা বুয়েট থেকে গ্র্যাজুয়েশন ও টেক্সাস থেকে মাস্টার্স করে সেখানে কর্মরত। ছেলে ও বউমা ঢাকায় চাকুরীরত। বর্তমানে তিনি নিকেতন গুলশানে অবস্থিত ‘নাহার স্কিন এন্ড লেজার সেন্টার’-এ কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট হিসাবে নিয়মিত পরামর্শ প্রদান করছেন।