Skip to Content
Filters

author.name

ডাবলু লস্কার

ডাবলু লস্কার পিতা- মৃত ভূপেন্দ্রনাথ লস্কার, মাতা- সুন্দরী লস্কার, ঝিনাইদহ জেলার সদর থানার জিথোড় গ্রামে জন্ম গ্রহণ করেন। জন্মের মাত্র এক বছরের মাথায় পিতাকে হারান। শৈশব কেটেছে বিভিন্ন মানুষের বাড়িতে লজিং থেকে। একমাত্র অবলম্বন মাকে নিয়ে পাড়ি দিয়েছেন দরিদ্রতার সাগর। টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং নারিকেল বাড়ীয়া ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ,এস,সি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বি,এস,সি (অনার্স) এবং এম,এস,সি (মাষ্টার্স) পাশ করেন কৃতিত্বের সাথে । দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে তার লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। বর্তমানে চাকরির পাশাপাশি সাহিত্য চর্চায় নিয়োজিত আছেন।

Books by the Author

240.00 ৳ 300.00 ৳ 240.0 BDT