Skip to Content
Filters

author.name

তানজিনা হোসেন

তানজিনা হােসেন জন্ম ১৯৭৫ সালের ৩ সেপ্টেম্বর। বিজ্ঞান কল্পকাহিনি লেখার ঝোঁক দীর্ঘদিন থেকেই এ পর্যন্ত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর তিনটি বই ' প্রকাশিত হয়েছে তার— আকাশ কত দূর। ' (২০০১), ছায়াপৃথিবী (২০০৩) ও শ্যাওলা পৃথিবী(২০১১)। পাশাপাশি গল্পও লেখেন। ২০০৬ সালে বেরিয়েছে গল্পগ্রন্থ অগ্নিপায়ী। এ ছাড়া বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে। লিখছেন কল্পবিজ্ঞান রচনায় বৈজ্ঞানিক যুক্তিতর্ক আর তত্ত্বপ্রমাণ ব্যাখ্যার চেষ্টায় তার নিষ্ঠতা চোখে পড়ে। পড়াশােনা করেছেন চিকিৎসাশাস্ত্রে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর বারডেম একাডেমি থেকে স্নাতকোত্তর করেছেন এন্ডােক্রাইনােলজি অ্যান্ড মেটাবলিজম বিষয়ে বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।