Skip to Content
Filters

author.name

তাপস গায়েন

তাপস গায়েন জন্ম: ১৯৬৫, বরিশাল। বাবার কাজের সূত্রে শৈশব ও কৈশাের কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলাশহরে। লেখাপড়ায় হাতেখড়ি মায়ের কাছে, রান্নাঘরে। পড়াশােনা করেছেন পাবনা জেলা স্কুল, ঢাকা কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী। পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন থেকে। নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও ন্যানােফোটনিক্স গবেষণায় নিয়ােজিত। উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সাহিত্য। এবং চিন্তার কাগজ ‘অগ্রবীজ পত্রিকার অন্যতম সম্পাদক। প্রকাশিত কাব্যগ্রন্থ: সাঁকোশূন্য মহাদেশ (২০০১) একলব্য নিঃসীম নগরে (২০১০) সময়ব্যুহে অভিমন্যু (২০১৭)। অদৃশ্যতায় দৃশ্যমান আমরা (২০২১)