তারেকা জুজু
তারেকা জুজু আঁকাআঁকির শুরুটা সেই ছেলেবেলায়। বয়স তখন ১২। দ্য বাংলাদেশ অবজারভারের ইয়ং অবজারভার পাতায় নিয়মিত ছাপা হতাে সেসব ছবি। তারও আগে মায়ের কাছে হাতেখড়ি আঁকার খাতায়। ১৯৯৬ সালে ঢাকার ওয়াই ডাব্লিউ সি এ থেকে চারুকলায় চার বছরের ডিপ্লোমা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রী। ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলে আঁকার শিক্ষক হিসেবে কাজ করতে করতেই অরিগ্যামির সাথে সখ্যতা। লেখালেখির শুরুটা সেই ছােট্টবেলায় চাঁদের হাটে ছড়া লেখার মাধ্যমে। ফিচারও লিখেছেন দৈনিক ভােরের কাগজ, সাপ্তাহিক স্বদেশ খবর, পাক্ষিক প্রিয়জনসহ নানা পত্রিকায়। অরিগ্যামি নিয়ে লেখালেখির শুরুটা ভােরের কাগজের ইষ্টিকুটুম পাতায় ১৯৯৪ সালে। তারপর ২০০৮ সালে দৈনিক প্রথম আলাের গােল্লাছুটের পাতায় আবারও অরিগ্যামি ও ফেলনা জিনিসে শিল্প তৈরি নিয়ে লেখালেখির শুরু। ২০১০ সাল থেকে আজ অবধি দৈনিক কালের কণ্ঠের টুন টুন টিন টিনের পাতায় একই ধরনের লেখা লিখে আসছেন। কবিতার প্রতি অগাধ ভালােবাসা থেকে একসময় আবৃত্তির জগতে পা রেখেছিলেন। হয়েছিলেন স্বরিত আবৃত্তি চক্রের আজীবন সদস্য। ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর অনুষ্ঠান ঘোষিকাও।