Skip to Content
Filters

author.name

তাহমিনা তাবাসসুম

তাহমিনা তাবাসসুম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গড়পাড়া গ্রামে একটা সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হাজী বসির উদ্দিন আকন্দের নাতনি। মাতা সানজিদা রহমান (বিশিষ্ট সমাজসেবক) ও পিতা- মােঃ হাবিবুর রহমানের (অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী) চার কন্যার মধ্যে তিনি তৃতীয়। বাবার চাকুরী সূত্রে ছােটবেলা থেকেই বেড়ে উঠেছেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সরকারি কোয়ার্টারে। তিনি মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়ে ময়মনসিংহ জোনে মেধা তালিকায় স্থান পান ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দুটো বই ও একটি প্রশংসামূলক চিঠি উপহার পান। এরপর তিনি একই স্কুল ও কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন জিপিএ ৫ নিয়ে। পরে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি. (অনার্স) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বায়ােটেকনােলজিতে মাস্টার্স করেন। তিনি জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল নিয়ে গবেষণার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় থেকে ন্যাশনাল সাইন্স এন্ড টেকনােলজি ফেলােশিপ’ অর্জন করেন। বর্তমানে তিনি সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বড় দুই বােনও (হােসনেয়ারা ও নূরে ফাতেমা) প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, ছােট বােন নাছরিন জাহান অধ্যয়নরত। তার স্বামী মােঃ মােখলেছুর রহমান (দিপু) ৩৬ তম বিসিএস (কৃষি) ক্যাডারের একজন অফিসার। তিনি নারী পুরুষ সমতা ও নারী ক্ষমতায়ণে বিশ্বাসী। অবসরে তিনি বই পড়া, লেখালেখি ও ছবি আঁকতে পছন্দ করেন।