Skip to Content
Filters

author.name

তুষার আব্দুল্লাহ রিজভী

তুষার আব্দুল্লাহ রিজভী জন্ম ২০০০ সালের ১৮ জুন । পৈত্রিক নিবাস বরিশাল হলেও বেড়ে ওটা গাজীপুরে। পিতা-মাতা আর ছোটো এক ভাই নিয়ে তার জীবন। স্থানীয় একটা কলেজ থেকে এইচএসসি পাশ করে লেখালেখিতে মনোযোগী হয়েছেন। লেখালেখির যাত্রা অনেক দিনের। দীর্ঘসময় ধরে অনলাইনে লেখালেখি করেন। ২০২০ সালে তার বই “নাইন টু ফাইভ” প্রকাশিত হয়। যার মাধ্যমে বইয়ের দুনিয়াতে নিজেকে নিয়ে গেলেন।