Skip to Content
Filters

author.name

দর্পণ কবীর

দর্পণ কবীর উপন্যাস, ছােট গল্প, কবিতা ও ছড়া লিখেন। বাংলাদেশের সাহিত্যাঙ্গনে তাঁর বহুমুখি প্রতিভার পরিচিতি রয়েছে। সম্প্রতি সময়ে গানও লিখছেন। কিশাের গল্পগ্রন্থও রয়েছে তার। তার লেখা উপন্যাস, ছােট গল্প, কবিতা ও ছড়ার ১৭টি গ্রন্থ এ অব্দি প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালের ঢাকার একশের বইমেলায় তার প্রথম ছড়ার বই ‘ধপাস বের হয়েছিল। গল্পটার নাম নেই তার চতুর্থ কাব্যগ্রন্থ। ২০০০ সালে দর্পণ কবীরের প্রথম কাব্যগ্রন্থ 'কষ্টের ধারাপাত' প্রকাশিত হয়। আকাশ আয়না’ দ্বিতীয় এবং বসন্ত নয় অবহেলা' নামে তার তৃতীয় কাব্যগ্রন্থ বের হয়েছিল। এই গ্রন্থের কয়েকটি কবিতা আবৃত্তি করেছেন বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১২ সালে বাংলাদেশে তার কবিতা আবৃত্তি করেছেন। আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় এবং প্রজ্ঞা লাবণী, যা ‘আকাশ আয়না’ নামে সিডি বাজারে ছেড়েছিল এটিএন মিউজিক। দর্পণ কবীর একজন পেশাদার সাংবাদিক। ১৯৯১ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজ পত্রিকা, ১৯৯২ সালে দৈনিক ভােরের কাগজ ও ১৯৯৩ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন এক দশক। দর্পণ কবীর ২০০২ সাল থেকে সপরিবারে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। এই শহরেও তিনি বিভিন্ন মিডিয়ার দায়িত্বশীল পদে কাজ করেছেন। এটিএন বাংলা টিভি’র যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সভাপতি। তার জন্মশহর বাংলাদেশের নারায়ণগঞ্জ।

Books by the Author

240.00 ৳ 300.00 ৳ 240.0 BDT
160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT
160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT
120.00 ৳ 150.00 ৳ 120.0 BDT