Skip to Content
Filters

author.name

দিদারুল ভূঁইয়া

দিদারুল ভূঁইয়া একজন তরুণ রাজনৈতিক কর্মী। রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি উঠতি রাজনৈতিক দলে যুক্ত আছেন। এর আগে তিনি রাষ্ট্রচিন্তা নামক একটি রাজনৈতিক সংগঠনে এবং পরিবর্তন চাই নামক একটি সামাজিক সংগঠনে কাজ করতেন। রাষ্ট্রচিন্তায় কাজ করার সময় করোনা মহামারির কালে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে প্রশংসিত হয়েছিলেন। এক পর্যায়ে সরকারের রোষানলে পড়ে গুম হন, ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে আলোচিত একটি মামলায় ৫ মাস জেল খাটেন। সে মামলা এখনো চলছে । এ গুম এবং মামলার ঘটনায় তিনি সারা দেশে এবং দেশের বাইরেও ব্যাপক পরিচিতি লাভ করেন । দিদারুল ভূঁইয়া একজন সফটওয়্যার প্রকৌশলী । বর্তমানে অবাক টেকনোলজিস লিমিটেড নামক একটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালিন করছেন। এর আগে অস্ট্রেলিয়া, নরওয়ে এবং ঢাকায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে চাকরি করেন । তিনি অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে ব্যাচেলর সম্পন্ন করেন ২০০৩ সালে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় পড়াশুনা করেন । তিন সন্তানের জনক দিদারুল ভূঁইয়া নোয়াখালীর একটি প্রত্যান্ত গ্রাম মোল্লাপত্তনের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৮১ সালের ১৬ ডিসেম্বরে। বর্তমানে ঢাকার বাড্ডায় পারিবারিক আবাসস্থলে স্ত্রী-সন্তান-পিতাসহ বসবাস করছেন ।