দীপ মুখোপাধ্যায়
দীপ মুখোপাধ্যায় জন্ম ১৯৫৬ সালে কলকাতায়। শিকড় বরিশালের দেহেরগতি গ্রামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক ও জনসংযােগে স্নাতকোত্তর। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। রাষ্ট্রায়ত্ত সংস্থার সাবেক জনসংযােগ অধিকর্তা। কবি ও শিশুসাহিত্যিক। বিভিন্ন পত্রপত্রিকায় উজ্জ্বল উপস্থিতি। চল্লিশটি গ্রন্থের লেখক। দেশ বিদেশের বহু পুরস্কারে সম্মানিত।