Skip to Content
Filters

author.name

দীপঙ্কর বিশ্বাস

ড. দীপঙ্কর বিশ্বাস কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের (হুগলী) ইতিহাসের বিভাগীয় প্রধান। জন্ম উত্তর ২৪ পরগনা জেলার ইতিহাস প্রসিদ্ধ গ্রাম চৌবেড়িয়াতে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সাম্মানিক) ও ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন। এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বি.টি. প্রশিক্ষণ নেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে “জাতীয়তাবাদী অর্থনৈতিক ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত” বিষয়ে এম.ফিল ডিগ্রী লাভ করেন ২০০৩ সালে এবং “স্বদেশী পত্র পত্রিকা ও ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক চিন্তা (১২৯২১৩৫২ বঙ্গাব্দ)” বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রী লাভ করেন ২০১৬ সালে। শিক্ষা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ২০১৯ সালে। তার চর্চার বিষয় উনিশ ও বিশ শতকের বিভিন্ন সাময়িকপত্র এবং ভারতের অর্থনৈতিক ইতিহাস বিষয়ে। তার সম্পাদিত গ্রন্থগুলি হল— সহিষ্ণুতা অসহিষ্ণুতা ও ভারতীয় সমাজ, সংযােগ সংশ্লেষ সমন্বয় (আবহমানের দক্ষিণ এশিয়া)।