দীপা বিশ্বাস
দীপা বিশ্বাস একজন গৃহবধূ থেকে নতুন লেখিকার পরিচিতি দিয়ে পাঠক পাঠিকাদের। মধ্যে আমার আত্মপ্রকাশ ‘বঞ্চিতা উপন্যাসটির মাধ্যমে।“বিদায়ি”আমার দ্বিতীয় উপন্যাস। লেখার পাশাপাশি, আমি ভালােবাসি সাহিত্য নিয়ে চর্চা করতে। বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ গল্প কবিতা লিখতে। আমার প্রথম প্রকাশ ‘বঞ্চিত’বইটি যে সকল পাঠক পাঠিকারা পড়েছেন তাদের কাছ থেকে আমি পেয়েছি, অকুণ্ঠ ভালােবাসা, উৎসাহ, উজ্জীবনা। যা প্রেরণা জুগিয়েছে দ্বিতীয় উপন্যাস বিদায়ি লেখার। আমার আশা, এই উপন্যাসটি পড়ে পাঠক পাঠিকাদের ভালাে লাগবে।