দুলাল সরকার
দুলাল সরকার জন্ম ০৮ আগস্ট ১৯৫৩, শশিকর, মাদারীপুর মা সাবিত্রী দেবী; বাবা কানাইকাল সরকার শিক্ষা দু’বছর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ছাত্র।। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। পরে বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি লাভ। সাফল্যের সাথে শিক্ষকতা করেছেন শশিকর শহীদ-স্মৃতি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে। নটরডেম কলেজেও পাঠদান করেছেন। কিছুদিন। কবি জসিম উদ্দীন পুরস্কার পান ১৯৯৬। সালে। ২০১২ সালে পান গাংচিল সাহিত্য পুরস্কার।