Skip to Content
Filters

author.name

দেবল দেববর্মা

দেবল দেববর্মা একজন বাঙালী সাহিত্যিক। তাঁর আসল নাম অজিত চট্টোপাধ্যায়। দেবল দেববর্মা ওড়িশার ঝাড়সুগদায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা চণ্ডীচরণ চট্টোপাধ্যায়ের বদলির চাকরির দরুন তাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে হয়। সালকিয়া অ্যাংলাে-সংস্কৃত স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও বাঁকুড়ায় আই.এস.সি. পাশ করেন। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন, পরে বাণিজ্যকর দপ্তরের আধিকারিক হন। ছাত্রজীবন থেকেই সাহিত্যরচনা করেছেন তিনি। প্রবাসী আয়ােজিত একটি গল্প প্রতিযােগীতায় যোগ দিয়ে পুরস্কার পান। দেবল দেববর্মা ছদ্মনামে তাঁর প্রকাশিত গ্রন্থ প্রায় ৬০ এর অধিক। তাঁর রচিত একাধিক কাহিনী ও নাটক বেতারে এবং দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে। তিনি আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী ইত্যাদি পত্রিকায় গল্প ও উপন্যাস লিখেছেন। তাঁর সৃষ্ট কিশোর গোয়েন্দা প্রলয়।

Books by the Author