ন. সিদ্দিকী
ন.সিদ্দিকী একজন চৌকস কম্পিউটার প্রকৌশলী। এবং খ্যাতিমান অধ্যাপক। রোবটের মস্তিষ্ক ও বুদ্ধি বিষয়ে অধ্যয়ন করেছেন জার্মানিতে। পড়ালেখা শেষ করে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন খুলনা। বিশ্ববিদ্যালয়ে। তারপর পিএইচডি পর্যায়ে গবেষণা করার জন্য চলে যান যুক্তরাজ্যে। পিএইচডি ডিগ্রি। অর্জনের পর অধ্যাপক হিসেবে যোগ দেন। যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ে। ন, সিদ্দিকী’র জন্ম খুলনা শহরে। পৈতৃক নিবাস। নরসিংদী। মাধ্যমিক পর্যন্ত অধ্যায়ন করেছেন খুলনা। জিলা স্কুলে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন করেছেন ঢাকা কলেজে। এরপর বাংলাদেশ। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিছু সময় অধ্যয়ন করে বৃত্তি নিয়ে চলে যান জার্মানিতে। কম্পিউটার ও রোবটসহ বিভিন্ন বিষয়ে তাঁর। শতাধিক প্রবন্ধ বিশ্বের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা তাঁর রচিত গ্রন্থসমূহ প্রকাশ করেছে।