নচিকেতা চক্রবর্তী
নচিকেতা চক্রবর্তী ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন পড়াশােনা করেছেন উত্তর কলকাতার। মণীন্দ্রচন্দ্র কলেজে। ছােটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতাে করে। গানের চর্চা। প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালাে আছি' প্রকাশিত হয় ১৯৯৩ সালে এ অ্যালবামটি প্রকাশের পর অভাবনীয় সাড়া পড়ে। নচিকেতা চক্রবর্তী মুহূর্তে হয়ে ওঠেন নচিকেতা'। এরপর শুধু সাফল্যের ইতিহাস। তার সবচেয়ে প্রিয় গান। ‘নীলাঞ্জনা (৩য়)'। এ পর্যন্ত তিনি প্রায় তিন। শতাধিক গান রচনা ও সুর দিয়েছেন । গানের পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, রম্যরচনাও লিখেছেন। লেখালেখির ক্ষেত্রে জ্যাক লন্ডন-এর লেখা পড়ে প্রথম। অনুপ্রাণিত হন তিনি। এ ছাড়া মহাভারতের কৃষ্ণ চরিত্র তাকে ব্যাপকভাবে প্রভাবিত। করে । গল্প লেখার জন্য অনুপ্রাণিত করেছেন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ও শীর্ষেন্দু। মুখােপাধ্যায় নচিকেতা ভারতের বঙ্গভূষণ,। সঙ্গীতভূষণ ইত্যাদি সরকারি-বেসরকারি অনেক সম্মান পেয়েছেন ।