Skip to Content
Filters

author.name

নাফিজা রহমান মৌ

নাফিজা রহমান মৌ পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটিতে Duolingo বিষয়ক শিক্ষকতা করছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। রাশিয়ার ভরনেজ স্ট্যাট ইউনিভার্সিটি অফ ফোরেস্ট্রি অ্যান্ড টেকনোলজিতে ওয়াল্ড ইকোনমিকস বিষয়ে দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পেশায় তিনি একজন ডিপলোমেট হওয়া সত্ত্বেও তাঁর আগ্রহের বিষয় শিক্ষকতায়। যুক্তরাজ্য ও উত্তর আমেরিকাতে Duolingo'র গ্রহণযোগ্যতা অনেক বেশি হবার কারণে সঠিক ও সহজ উপায় শিক্ষার্থীদের জন্য এই বইটি লিখেছেন।