Skip to Content
Filters

author.name

নাফিস তিহাম

সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ব্যাখ্যা। এই গাণিতিক সমস্যাগুলোর কিছু কিছু ইতিমধ্যে বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘বিজ্ঞানচিন্তা’য় প্রকাশিত হয়েছে। ‘বিজ্ঞানচিন্তা’ পড়ে সমস্যাগুলো যারা সমাধানের চেষ্টা করেছে তারা এ বইয়ে দেওয়া সমাধানগুলোর সঙ্গে সেসব মিলিয়ে নিতে পারবে। একদম সহজ সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জটিল সমস্যাও এ বইয়ে উপস্থাপিত হয়েছে। চেষ্টা করা হয়েছে পাঠ্যবইয়ের গৎবাঁধা সমস্যার বাইরে গিয়ে প্রতিটি সমস্যা তৈরি করার। গণিত প্রতিযোগীদের গণিতের রাজ্যে পরিভ্রমণ এবং গণিত অলিম্পিয়াডে সফল হতে এই বইটি সহযোগীর ভূমিকা পালন করবে।