Skip to Content
Filters

author.name

নাভিদ সালেহ

নাভিদ সালেহ ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন-এ পরিবেশ প্রকৌশল অনুষদে অধ্যাপনা করছেন। লেখক দুই দশক ধরে জলবায়ু পরিবর্তন, জীবাণুবিদ্যা এবং জীবাণু নিষ্ক্রিয়কারী প্রযুক্তি উদ্ভাবনের গবেষণায় লিপ্ত আছেন। কলেজ জীবনের উত্তাল সময় থেকেই বাংলাদেশের সাহিত্য সাময়িকী শৈলী এবং বিতর্ক বিষয়ক লিটল ম্যাগাজিনে লেখালেখি করতেন। ২০১২-র একুশের বইমেলায় সমসাময়িক সমাজ চিন্তা, দর্শন, সংস্কৃতি এবং পরিবেশ বিষয়ে লেখা নিবন্ধ নিয়ে প্রকৃতি প্রকাশনী থেকে "দর্শন ভাবনা' শিরোনামে একটি সংকলন প্রকাশ করেন। জল-বিশোধন বিষয়ক বৈজ্ঞানিক নিবন্ধ রচনার ব্যস্ততার অবসরে লেখক তার সমাজ ও দর্শন ভাবনা নিয়ে লেখেন।স্ত্রী সাবরিনা ও পুত্র ঈশান কে নিয়ে নাভিদ সালেহ টেক্সাসের অস্টিন শহরে বসবাসরত আছেন।