Skip to Content
Filters

author.name

নাভিরা আফতাবী বিনতে ইসলাম

ডা. নাভিরা আফতাবী বিনতে ইসলাম পেশায় দন্ত চিকিত্সক। সহকারি অধ্যাপক হিসেবে মার্কস মেডিকেল কলেজের (ডেন্টাল ইউনিট) ডেন্টাল। পাবলিক হেলথ বিভাগে কর্মরত আছেন। পৈত্রিক নিবাস ফরিদপুর, জন্ম ঢাকায়। কিন্তু বেড়ে উঠেছেন ময়মনসিংহে। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি আর মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস করার পর নিপসম থেকে এমপিএইচ করেছেন। নিউট্রিশনের ওপর। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত রবীন্দ্রসংগীত শিল্পী এবং নিয়মিত আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনার সঙ্গে যুক্ত। বিভিন্ন দৈনিকে নিয়মিত লেখেন। লেখকের বাবা, অগ্রণী ব্যাংকে ও মা টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে, বাংলার অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের উৎসাহেই লেখকের সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা। ছােটোবেলা থেকেই আরম্ভ। ব্যক্তিগত জীবনে, তিন সন্তানের গর্বিত জননী ও জীবনসঙ্গী হিসেবে পাশে আছেন ইঞ্জিনিয়ার শফিউর রহমান। লেখকের অন্যান্য বই: সােনামণিদের ছড়া, নেপালের টুকিটাকি।।