Skip to Content
Filters

author.name

নাসিম সাহনিক

নাসিম সাহিনিক মূলত বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধনের পথিক। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি, প্রাণ, মহাবিশ্ব প্রভৃতি অধ্যয়ন করে থাকেন। সাহিত্যের মাধ্যমে মানুষ, জীবন, সংস্কৃতি প্রভৃতি বোঝার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশুনা করেছেন। তিনি বেশকিছু পত্রিকা সম্পাদনা করেছেন । এগুলোর মধ্যে রয়েছে অনলাইন পত্রিকা সায়েন্সটেক, বিজ্ঞান ও বিজ্ঞান কল্পকাহিনী বিষয়ক পত্রিকা ক্রোমোজোম প্রভৃতি। তার লেখা প্রথম গ্রন্থ “মানুষের জিন মানুষের মন” পাঠক কর্তৃক সমাদৃত হয়েছে। তার লেখা প্রথম নাটক “একটা কবিতা শুনবে?” দর্শক নন্দিত হয়েছে। তার রচনা ও পরিচালনায় নির্মিত ফিকশনাল ভিডিও ‘বন্ড স্ট্রেন্থ’ সম্মানজনক পুরস্কার লাভ করেছে। এই তরুণ বয়সেই তিনি বেশকিছু ভালো গ্ৰন্থ, গান এবং টেলিভিশন নাটক রচনা করেছেন। এছাড়া গান লেখা এবং চলচ্চিত্র নির্মাণেও মনোনিবেশ করেছেন তিনি। বর্তমানে জগতে বিচরণ করছেন।