Skip to Content
Filters

author.name

নিমাই চন্দ্র দে

নিমাই চন্দ্র দে। জন্ম ০১ জানুয়ারি ১৯৬০ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে। তিনি কোটচাদপুর (বর্তমান সরকারি) পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে মাধ্যমিক পাশ করেন। কোটচাদপুর (বর্তমান সরকারি) খন্দকার মােশাররফ হােসেন ডিগ্রি কলেজে অধ্যয়নকালে প্রগতিশীল ছাত্ররাজনীতির সাথে যুক্ত হয়ে প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতির বহুমুখী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ই এবস্থাতেই তিনি লেখালেখির চর্চার পাশাপাশি গোঁড়ামি ও কুসংস্কারমুক্ত এক উদার মানসিকতায় নিজেকে গড়ে তুলতে সচেষ্ট হয়ে ওঠেন। “প্রজন্মের ভাবনায়: বিবিধ প্রবন্ধ গ্রন্থটি লেখকের পঞ্চম বই। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অশির দশকের শেষ দিকে। তিনি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি কোটচাদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগে কর্মরত থেকে সহকারি অধ্যাপক পদে অবসর গ্রহণ করেছেন। তাঁর সহধর্মিণী শ্রীমতি লক্ষ্মী রানী পােদ্দার বর্তমানে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন। তাঁর একমাত্র কন্যা ডাক্তার শৰ্মীকনা দে।