নিলুফার ইয়াসমিন ঊষা
নিলুফার ইয়াসমিন ঊষা পিতা মােঃ ইউসুফ আলী। মাতা নিরল আক্তার। ৬ অক্টোবরে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করছেন। | কল্পনা করতে ভালােবাসেন তিনি। সে কল্পনাকেই শব্দতে রূপ দেওয়া থেকেই লেখালেখির যাত্রা শুরু হয় তাঁর। ২০২০ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম বই 'স্পন্দন' প্রকাশিত হয়।