নিষুপ্ত সাগর
কর্কশ শব্দে লিখতে পারতাে অহেতুক সব কবিতা। টেলিভিশন দেখত না লােকটা—অনেকের মাঝেও একা থাকত লােকটা—মদ খেতাে নাকি?! প্রায়ই স্বল্প পরিচিত যুবতীরা পৌছে দিত বাড়ি—বাবা বসে। অপেক্ষা করতেন দরজার কাছে—এমন সব যা তা করতে পারতাে লােকটা?! ভীষণ লুকাতে পারতাে লােকটা