Skip to Content
Filters

author.name

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৭৪। বেড়ে ওঠা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। জাপানি নান্দনিকতার গভীর অনুরাগী। মূলত কবি এবং অক্ষরশিল্পী। শান্তিনিকেতনে তার বাসভবন ‘কোকোরাে গড়ে উঠেছে এক জাপানি স্থপতির নকশায়। প্রকাশিত কবিতার বইয়ের কয়েকটি : এখনও তুই চিনলি না লােক, কাউকে আমি পাইনি তােমার মতাে, ভালােবাসার মতাে, যত দূর যাই, একটা কিছু হারিয়েছিল , ভিজব না আর কথায়, কাকতাড়ুয়ার প্রার্থনা। তাঁর কবিতা এবং ক্যালিগ্রাফির প্রদর্শনী হয়েছে, টোকিওয় ভারতীয় দূতাবাস। এবং কলকাতার ভারতীয় জাদুঘরে। সংগ্রহশালা বিষয়ে পাঠ নিয়েছেন লন্ডনের বৃটিশ মিউজিয়মে। এই সময়, শান্তিনিকেতনে বিশ্বভারতীর রবীন্দ্রভবনের প্রাধিকারিক। তাঁর গবেষণার বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর ও জাপান